| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ আফগান সরকার : মাওলানা আবদুল কবীর


মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ আফগান সরকার : মাওলানা আবদুল কবীর


শেখ আশরাফুল ইসলাম     22 August, 2025     08:06 PM    


মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ এবং ইতিবাচক সম্পর্ককে অপরিহার্য বলে বর্ণনা করেছেন কাবুলে সফররত কুয়েতের একটি প্রতিনিধিদল। তারা বলেন, আফগানদের অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অনেক সুযোগ রয়েছে।

কুয়েতের সেই প্রতিনিধি দলের সাথে বৈঠকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ও বর্তমান শরণার্থী বিষয়ক মন্ত্রী মাওলানা আবদুল কবীর বলেছেন, মুসলিম দেশগুলোর সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে তালেবানের নেতৃত্বাধীন সরকার।

তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য একটি দায়িত্বশীল সরকার হিসেবে কাজ করছে ইমারাতে ইসলামিয়া সরকার। আমরা এই অঞ্চলে একটি কার্যকর অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পাজক আফগান নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

বৈঠকে মাওলানা আবদুল কবীর জোর দিয়ে বলেন, ইসলামী দেশগুলির সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ইমারাতে ইসলামিয়া অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

ডক্টর জিহ খালাফ আল-শারি বলেন, আফগানিস্তানে আমার সফর করার উদ্দেশ্যই ছিল ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে কুয়েতের সম্পর্ক জোরদার করা। ইসলামী দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ ও ইতিবাচক সম্পর্ক এখন সময়ের দাবি। এই ব্যাপারে জোর দেওয়া উচিত। 

সূত্র : পাঝক আফগান নিউজ